সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:১৩:০৭

হঠাৎ ঝড়, বিধস্ত অর্ধশতাধিক বাড়িঘর

 হঠাৎ ঝড়, বিধস্ত অর্ধশতাধিক বাড়িঘর

নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর বিধস্থ হয়েছে। এ সময় মেঘনা নদীতে ২০ জেলে সহ ৫টি মাছধরা নৌকা নিখোঁজ হয়। ঝড় বৃষ্টিতে দ্বীপের বিভিন্ন স্থানে অন্তত ১০ হাজার মন শুটকি নষ্ট হয়ে গেছে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, সকাল ৮টা থেকে টানা ৯টা পর্যন্ত আকষ্মিক ঝড়ে দ্বীপের তিন শতাধিক কাঁচা ঘর বিধস্থ হয়।

এছাড়া বিভিন্ন স্থানে খোলা মাঠে শুকাতে দেয়া অন্তত ২০ হাজার মন শুটকি নষ্ট হয়ে গেছে। নদীতে মাছধরা অবস্থায় ২০ জেলে ৫টি নৌকা সহ নিখোঁজ হয়।

এছাড়া সকালে হাতিয়ার তমরদ্দি ঘাট থেকে চেয়ারম্যান ঘাটে আসার পথে ধান বোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে যায়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ আলম জানান, ঝড়ে নিখোঁজ জেলেদেরকে উদ্ধারের বিষয়ে কাজ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির হিসেব নিরুপন করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদেরকে সরকারিভাবে সহায়তা দেয়ার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে