সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৫২:১২

প্রবল ঝড়ে নিঝুম দ্বীপের শতাধিক বাড়ি বিধ্বস্ত, নিখোঁজ ২৩

প্রবল ঝড়ে নিঝুম দ্বীপের শতাধিক বাড়ি বিধ্বস্ত, নিখোঁজ ২৩

নোয়োখালী: কালবৈশাখী ঝড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় মেঘনা নদীতে ২৩ জেলেসহ পাঁচটি মাছ ধরা নৌকা নিখোঁজ হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

খবরের সত্যতা নিশ্চিত করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ আলম জুমবাংলাকে বলেন, আমারা ঝড় ও নিখোঁজের খবর পেয়ে উদ্ধারের জন্য ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।

তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির হিসেব নিরুপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন বলেন,  একঘণ্টার ঝড়ে দ্বীপের তিন শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত ও বিভিন্নস্থানে খোলা মাঠে শুকাতে দেওয়া অন্তত ২০ হাজার মন শুটকি নষ্ট হয়ে গেছে। এছাড়াও নদীতে মাছ ধরা অবস্থায় ২৩ জেলেসহ পাঁচটি নৌকা নিখোঁজ হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে