বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯, ০৮:৪৯:১৫

হঠাৎ ৮ মিনিটের ঘূর্ণিঝড়, উড়ে গেল ১ হাজার ঘরবাড়ি

হঠাৎ ৮ মিনিটের ঘূর্ণিঝড়, উড়ে গেল ১ হাজার ঘরবাড়ি

খুলনা : খুলনার দাকোপ উপজেলায় ঘূর্ণিঝড়ে প্রায় এক হাজার পরিবারের প্রায় এক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই সঙ্গে অসংখ্য গাছপালা ভেঙে গেছে ও উপড়ে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ও তরমুজ চাষিদের।

হঠাৎ মাত্র আট মিনিটের ঘূর্ণিঝড়ে উপজেলার দুটি ইউনিয়নের পাঁচটি গ্রামের প্রায় এক হাজার ঘরবাড়ি উড়ে যায়। অসংখ্য ছোট-বড় গাছপালা উপড়ে ও ভেঙে পড়েছে। বজ্রপাতসহ ঘরচাপা পড়ে আহত হয়েছেন প্রায় ১৭ জন। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে প্রচণ্ড গতির এ ঘূর্ণিঝড় এলাকায় আঘাত হানে। মাত্র আট মিনিটের মধ্যে লন্ডভণ্ড করে দেয় ঘরবাড়ি ও গাছপালা। ঝড়ে কাঁচাঘরসহ টিন শেডের আধাপাকা ঘরের দেয়াল ভেঙে পড়ে ও অধিকাংশ ঘরের চাল উড়ে যায়।

ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী, কালীবাড়ি, মডেল গ্রাম, কালাবগি ও তিলডাঙ্গা ইউনিয়নের কামনিবাসীয়া। এছাড়া বাজুয়া ও কৈলাশগঞ্জ ইউনিয়নের তরমুজ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আ. কাদের বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে উপজেলার সুতারখালী ইউনিয়নে ৭১০ ও তিলডাঙ্গা ইউনিয়নে ২৭০টি পরিবার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দুটি ইউনিয়নের জন্য সরকারের তহবিল থেকে ২ টন চাল ও ৪০ হাজার টাকা দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে