শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯, ০৭:৩১:১৫

কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা

 কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা

নিউজ ডেস্ক :  গতকাল ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের জইয়ার সার্বজনীন রাধাগোবিন্দ ও কালী মন্দির এবং কুন্ডুবাড়িতে সার্বজনীন কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটে।

মন্দিরের উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার রাত ১২টার পর্যন্ত মন্দির প্রাঙ্গণে মিটিং করেন কমিটির সদস্যসহ এলাকাবাসী। পারে শুক্রবার ভোরে জইয়ার রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পায়।

এ ব্যাপারে জইয়ার সার্বজনীন রাধাগোবিন্দ ও কালী মন্দিরের সভাপতি রাম গোপাল সরকার বলেন, ‘আমাদের এই মন্দিরটি একশ বছরেরও আগে প্রতিষ্ঠিত। আজ পর্যন্ত এমন কোনো ঘটনা এখানে ঘটেনি। এ ঘটনার পরে এলাকার স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যারা এই কাজ করেছে আমরা তাদের বিচার চাই।’

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, ‘আমি মন্দির কমিটির লোকদের সাথে কথা বলেছি। তাদেরকে বলেছি থানায় অভিযোগ করতে। এ ছাড়াও আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এই হামলার সাথে জড়িত তাদের খোঁজে বের করতে পুলিশ তদন্ত করছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে