রবিবার, ০৫ মে, ২০১৯, ১১:১০:৩৭

স্বর্ণের কলসি দিতে এসে ২ জ্বীনের বাদশাহ আটক

স্বর্ণের কলসি দিতে এসে ২ জ্বীনের বাদশাহ আটক

টাঙ্গাইল : গভীর রাতে মোবাইল ফোনে কল। জ্বীনের বাদশাহ পরিচয় দিয়ে টাঙ্গাইলের সুরুজ্জামানকে বললেন-‘পাঁচ হাজার একশ টাকা দিলে তুই একটা সোনার পুতুল পাবি।’ তাদের কথামত সুরুজ্জামান এক মসজিদের দান বাক্সের ওপর টাকা দিয়ে পুতুল নিয়ে আসেন। বাড়ি এসে খুলে দেখেন- পুতুলটি সোনার নয়, পিতলের। তখনই বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন।

এদিকে পাঁচ হাজার একশ টাকা পেয়ে জ্বীনের বাদশাহরা আবার তাকে ফোন করে জানায়- ‘৫০ হাজার টাকা দিলে তুই সোনার কলসি পাবি।’ তখনই গ্রামবাসীকে সাথে নিয়ে উল্টোফাঁদ পেতে হাতেনাতে ধরে ফেলে ওই দুই জ্বীনের বাদশাহকে। পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেউপুর গ্রামে। কতিথ দুই জ্বীনের বাদশা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের ডিপ্তি আকন্দের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে আবু তাহের (৩৩)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে জ্বীনের বাদশাহ পরিচয়ে কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের সুরুজ্জামানের সাথে মোবাইল ফোনে কথা বলেন প্রতারক মোখলেছুর রহমান ও আবু তাহের। একপর্যায়ে কথিত ওই জ্বীনের বাদশাহরা সুরুজ্জামানকে সোনার পুতুলের কথা বলে পাঁচ হাজার একশ টাকা হাতিয়ে নিয়ে পিতলের পুতুল দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে