শুক্রবার, ২৪ মে, ২০১৯, ০৯:২৪:২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা ধরা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা ধরা

পটুয়াখালী : পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের দায়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক মাহবুবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুর ১২টায় শহরের রশিদ কিশালয় বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা এ রায় দেন।

পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পরীক্ষায় যাকে আমরা অপরাধী হিসেবে পেয়েছি, তাকেই শাস্তির আওতায় এনেছি। আজ পুলিশের এক সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তিনি আরও জানান, আগামী ৩১ তারিখ পরীক্ষা আছে, ওই দিনও আমরা একইভাবে নিয়ন্ত্রণ করব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে