 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
চাঁদপুর : বিপুল উৎসাহ-উদ্দীপনায় চাঁদপুরের ৫ উপজেলার ৪০টি গ্রামে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘ ৯০ বছর যাবৎ এসব গ্রামে আগাম রোজা শুরু ও ঈদ পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও একদিন আগে রোজা রাখা শুরু করেন এসব গ্রামের মানুষ।
চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, শাহরাস্তি ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামের অর্ধ লক্ষাধিক মুসলিম আজ ঈদ উদযাপন করছেন।
হাজীগঞ্জের সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদরাসা প্রাঙ্গণ, মুন্সীরহাট জামে মসজিদ, টোরা মুন্সীরহাট ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় ও ১০টায় শুরু হবে। ঈদকে ঘিরে বিভিন্ন এলাকায় মেলাও বসেছে।