বুধবার, ২৪ জুলাই, ২০১৯, ০৭:৫৭:৫৫

জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করতে চান মিন্নি

জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করতে চান মিন্নি

বরগুনা থেকে : বরগুনায় রিফাত শরীফ হ'ত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হয়ে যাওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে বরগুনা জেল কারাগারে দেখা করেছেন তার নিয়োগ করা আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। 

বুধবার দুপুর একটার দিকে মিন্নির সঙ্গে ১০ মিনিটের মতো কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। জেলা কারাগার থেকে বের হয়ে মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির খোঁজখবর নেয়ার পাশাপাশি তাকে কিছু আইনি পরামর্শ দেয়ার জন্য মিন্নির সঙ্গে দেখা করতে জেলা কারাগারে যাই।

তিনি বলেন, মিন্নির পুরো শরীরে ব্যথা আছে। মিন্নি রাতে ঘুমাতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত সে। মিন্নি রিফাত হ'ত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছে তা পুলিশ শিখিয়ে দিয়েছে। সেই জবানবন্দি মিন্নি প্রত্যাহার করতে চাচ্ছে। তাই আমি মিন্নিকে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।

মিন্নি জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করতে চায় জানিয়ে আসলাম বলেন, মিন্নির পড়াশোনার বিষয়ে আবেদন করা হলে জেলার আবেদন মঞ্জুর করবেন বলে জানিয়েছেন। মিন্নি একটু খুড়িয়ে হাঁটছে জানিয়ে আইনজীবী আরও বলেন, মিন্নির চিকিৎসার দরকার হলে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করবে বলে জেলার জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে