সোমবার, ২৯ জুলাই, ২০১৯, ০৭:৫০:২১

যশোর সীমান্তে বো'মা হা'মলায় বিজিবি সদস্যের মৃ'ত্যু

যশোর সীমান্তে বো'মা হা'মলায় বিজিবি সদস্যের মৃ'ত্যু

যশোর থেকে : যশোরে চোরাকারবারিদের বো'মা হা'মলায় গু'রুতর আহ'ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাবিলদার আকমল হোসেন মারা গেছেন।

সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়। নি'হত আকমল হোসনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দকোমরপুর গ্রামে। 

তিনি ২১-বিজিবির অধীন পাঁচ ভুলোট ক্যাম্পে কর্মরত ছিলেন। গত ২৬ জুলাই রাতে যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে টহলরত অবস্থায় বো'মা হামলার শি'কার হন।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ২৬ জুলাই সন্ধ্যায় গোপনে জানতে পারেন ভারত থেকে মা'দকের একটি চালান নিয়ে আসছে চো'রাকারবারীরা। এ খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা রাত ৮টার দিকে পাঁচভুলোট সীমান্তে টহল দিতে থাকেন।

এক পর্যায়ে চো'রাকারবারীরা সেখানে পৌঁছলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে বো'মা হাম'লা করলে হাবিলদার আকমল হোসেন গুরুতর আহ'ত হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও পরে হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচে নেয়া হয়।

লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তিনি মা'রা যান। বিজিবি সদর দফতরে প্রথম নামাজে জানাজা শেষে তার লা'শ গ্রামে পাঠানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে