রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ০৫:০৯:২২

শোলাকিয়ায় ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

শোলাকিয়ায় ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

কিশোরগঞ্জ থেকে : ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শুরু হবে সকাল সাড়ে ৮টায়। এ বছর জামাতে ইমামতি করবেন শহরের মারকাস মসজিদের খতিব হাফেজ মাওলানা হিফজুর রহমান। আখড়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. তৈয়বকে বিকল্প ইমাম হিসেবে রাখা হয়েছে।

মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালুর ব্যবস্থা করেছে। ভৈরব ও ময়মনসিংহ রেলস্টেশন থেকে ঈদুল আজহার দিন ভোরে ট্রেন দুটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং নামাজ শেষে কিশোরগঞ্জ থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরাকুর রহমান খালেদ জানান, সারা মাঠ ও শহর জুড়ে তিন স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে ৮টি সেক্টরে ভাগ করে ৩২টি চেকপোস্ট বসানো হবে। সহস্রাধিক পুলিশ দায়িত্বে নিয়োজিত থাকবে। দায়িত্ব পালন করবে র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান ও বিজিবি। গতিবিধি পর্যবেক্ষণের জন্য মাঠে থাকবে ছয়টি ওয়াচ টাওয়ার ও পর্যাপ্ত সিসি ক্যামেরা। বোম্ব ডিসপোজাল টিমও মাঠে দায়িত্ব পালন করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে