সোমবার, ১২ আগস্ট, ২০১৯, ১২:০৭:৩৬

ঘুড়ি ওড়াতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে পুলিশ কর্মকর্তার মৃ'ত্যু

ঘুড়ি ওড়াতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে পুলিশ কর্মকর্তার মৃ'ত্যু

সিলেট থেকে : ঘুড়ি ওড়াতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে মারা গেছেন এক নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা। তার নাম জুবায়ের আহমদ ও তিনি নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) বলে জানা গেছে।

এর আগে বিয়ানীবাজার থানা পুলিশের ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। রোববার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরের চারাদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। তার মৃ'ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, এসি জুবায়ের নগর গোয়েন্দা সংস্থার সহকারী কমিশনারের দায়িত্বে কর্মরত ছিলেন। আজ (রোববার) সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় একটি বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে তিনি নিচে পড়ে যান। এতে মাথায় আঘা'তপ্রাপ্ত হন। 

তাকে উদ্ধার করে দ্রুত নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃ'ত ঘোষণা করেন। জুবায়ের ওই বাসাতেই ভাড়া থাকতেন। এসি জুবায়ের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। স্ত্রীসহ তার তিন ছেলে রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে