মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ০২:০৯:১৭

সেই মহিষটিকে নিবৃত্ত করতে পারেনি পুলিশ, ঢাকা থেকে যাচ্ছে টিম

সেই মহিষটিকে নিবৃত্ত করতে পারেনি পুলিশ, ঢাকা থেকে যাচ্ছে টিম

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কোরবানির জন্য প্রস্তুতের সময় লাফিয়ে উঠা ক্ষিপ্ত মহিষটিকে এখন পর্যন্ত নিবৃত্ত করতে পারেনি পুলিশ। সোমবার সারাদিন রাত চেষ্টা করেও মহিষটিকে নিয়ন্ত্রণ করা যায়নি। এর আগে ওই মহিষের শিংয়ের গুতোয় ১১ জন আহত হয়েছেন। বর্তমানে ওই মহিষ ভুঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা বিলে অবস্থান করছে।

মহিষটিকে নির্বৃত্ত করতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে প্রাণিসম্পদের একটি টিম ভুঞাপুরে উদ্যোশে রওনা হয়েছেন। এর আগে সোমবার জেলার ঘাটাইল উপজেলার যুগিহাটি থেকে ভুঞাপুর উপজেলার কাগমারি পাড়ার একটি ধানের চরায় অবস্থা করছিল।

এ ব্যাপারে ভুঞাপুর থানার এসআই শামছুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে ঘাটাইলের যুগিহাটি গ্রামের আরিফুল সরকারের বাড়িতে কয়েকজন মিলে একটি মহিষ কোরবানি দেওয়ার জন্য কিনেছিলেন। কোরবানি দেওয়ার সময় হঠাৎ লাফিয়ে উঠে। পরে সেখানে থাকা বেশ কয়েক জনকে আহত করে মহিষটি ভুঞাপুর উপজেলার কাগমারি পাড়ায় চরে চলে যায়। পরে ওই মহিষটিকে নিবৃত্ত করতে সন্ধ্যার দিকে ১ রাউন্ড গু’লি ছোড়া হয়। এতে মহিষটি সরে গেলে গু’লি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর হাজারো উৎসুক জনতা চলে আসলে পুনরায় গু’লি করা সম্ভব হয়নি। পরে মহিষটি সারারাত পর কাগমারি থেকে অলোয়া ইউনিয়নের নিকলা বিলে চলে আসে।

তিনি আরো বলেন, মহিষটিকে নির্বৃত্ত করতে ঢাকা থেকে প্রাণিসম্পদের একটি টিম ভুঞাপুরের উদেশ্যে রউনা হয়েছেন। তারা ইতিমধ্যেই কাছাকাছি চলে এসেছেন। তারা ঘটনাস্থলে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে