রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৪:৪৭

১০৩ টাকায় চাকরি দেয়া চাঁদপুরের সেই এসপির বিদায়

১০৩ টাকায় চাকরি দেয়া চাঁদপুরের সেই এসপির বিদায়

চাঁদপুর থেকে : চাঁদপুরের এসপি জিহাদুল কবিরকে ভালোবাসা ও চোখের জলে বিদায় দিয়েছেন সহকর্মীরা। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। রোববার সকালে তিনি অ্যাডিশনাল এসপি মিজানুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। 

জিহাদুল ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার নতুন এসপি মাহবুবুর রহমান যোগদানের কথা রয়েছে। তিনি চুয়াডাঙ্গার এসপি ছিলেন।

এদিকে বিদায়ী এসপি জিহাদুলকে জেলা পুলিশের পক্ষ থেকে চাঁদপুর পুলিশ লাইনস মিলনায়তনে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় জিহাদুলকে বহনকারী গাড়িটি ফুল দিয়ে সজ্জিত করা হয়। 

সহকর্মীরা সে গাড়িটি মোটা রশিতে টেনে পুলিশ লাইনসের ভেতর থেকে প্রধান সড়কে নিয়ে যান। পরে সেখান থেকে বিদায় নেন। গাড়িতে উঠে দীর্ঘদিনের কর্মস্থল ত্যাগ করার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন জিহাদুল।

কনস্টেবল পদে মাত্র ১০৩ টাকায় চাকরি দেওয়ায় দেশজুড়ে আলোচিত হয়েছিলেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির। বেশ কর্মঠ, দায়িত্বশীল এবং জনবান্ধব পুলিশ সুপার হিসেবে জিহাদুল কবির চাঁদপুরে সর্বমহলে প্রশংসা লাভ করেন। 

খোঁজ নিয়ে জানাগেছে, তার শ্বশুর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আব্দুস সাত্তারও সততা এবং যোগ্যতাপূর্ণ ব্যক্তি ছিলেন। জিহাদুল কবিরের বাবা ছিলেন বাগেরহাটের গুণী প্রধান শিক্ষক প্রয়াত নকিব আহম্মদ আলী।

গত একবছর দায়িত্ব পালন কালে পুলিশ সুপার জিহাদুল কবির জেলায় মা'দক, স'ন্ত্রা'স ও চাঁ'দাবা'জ নি'র্মূ'লে বিশেষ ভূমিকা পালন করেন। তার সবচেয়ে আলোচিত দিক ছিল, মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে শতাধিক যুবক ও যুবতীকে চাকরির সুযোগ করে দেওয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে