বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:১৪:৫৭

অবশেষে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী প্রতারক চক্রের ৬ সদস্য আটক

অবশেষে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী প্রতারক চক্রের ৬ সদস্য আটক

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অবশেষে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

এসময় পাসপোর্ট তৈরির জন্য ভুয়া জন্মসনদ, কাউন্সিলরের সিল, সরকারি দপ্তরের সিল, ল্যাপটপ, মোবাইল ফোনসহ অবৈধ লেনদেনের ২ লাখ ৩০ হাজার নগদ টাকা জব্দ করা হয়।

১১ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে একটি দল সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে চারটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে এদের আটক করে।

আটককৃত তিনজন হলেন- ওয়াহিদ আলী (২৮), আজিম (৩০) এবং মো. ফজলুল করিম। তবে এদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। অপর তিনজনের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করতে অপারগতা জানিয়েছে র‌্যাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে