 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অসুস্থ রোগীদের এসি’র ব্যবস্থা না করে নিজের কক্ষে এসি না চালানোর ঘোষণা দিয়েছেন ইউএনও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র চিকিৎসা নিতে আসা রোগীদের গরমে থাকতে দেখে তাদের কষ্ট উপলব্ধি করে নিজের ফেইসবুক স্ট্যটাসের মাধ্যমে ১২ সেপ্টেম্বর রাত ১০ টায় এ তথ্য জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উপজেলা নির্বাহী অফিসারের দেওয়া স্ট্যটাসটি হুবহু তুলে ধরা হল-
নিজেকে অপরাধী মনে হচ্ছে। এসি রুমের মধ্যে থাকতে ভালো লাগছে না। ফ্যাক্ট: হাসপাতালে অপারেশনের রোগী গরমের সঙ্গে লড়ছে। রাতের তালা আমাকে বদলে দাও। কাল থেকে নিজের রুমের এসি বন্ধ থাকবে। রোগীদের ব্যবস্থা না করে ব্যবহার করবো না। দয়া করে রুমে ঢুকে কেউ এসি চালাতে বলবেন না। হাসপাতালের এসি হতেই হবে। এসি হবেই। কোনও ধূলো থাকবে না। জুতো বাইরে থাকবে। আর বাথরুম থেকে গন্ধ নয় ঘ্রাণ আসুক।
এদিকে তার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে নেটিজেনরা। চলছে আলোচনা। কেউ বলছে, এমন ইউএনও বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রয়োজন। কেউবা বলছে, বাংলাদেশের সকল ইউএনওকে এমন হতে হবে।
এ ব্যাপারে তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা করা হলে তিনি বলেন, আমি সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করছি। যেখানে সাধারণ মানুষ ভালো থাকতে পারে না আমি কীভাবে ভালো থাকবো। হয়তো লক্ষ্য করেছেন, বর্তমান তালা উপজেলায় অপারেশনের রোগীরা কী কষ্ট ভোগ করছে। তাই আমি রোগীদের আয়েশের ব্যবস্থা না করে নিজে আয়েশ করবো না। সেটা আমার পক্ষে সম্ভব না।-যমুনা টিভি