বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৫৭:০২

শিশু মিমিকে গ'ণধ'র্ষণের পর হ'ত্যার দায়ে দুইজনকে ফাঁ'সিতে ঝুলিয়ে মৃ'ত্যুদ'ণ্ড কার্যকরের নির্দেশ

শিশু মিমিকে গ'ণধ'র্ষণের পর হ'ত্যার দায়ে দুইজনকে ফাঁ'সিতে ঝুলিয়ে মৃ'ত্যুদ'ণ্ড কার্যকরের নির্দেশ

খুলনা: এক দশক পর খুলনার খালিশপুরের বাস্তুহারা কলোনির শিশু আফসানা মিমিকে (১৪) গ'ণধ'র্ষণের পর হ'ত্যার দায়ে দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃ'ত্যুদ'ণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ফাঁসির দ'ণ্ডপ্রা'প্তদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে খুলনার নারী ও শিশু নি'র্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান আলোচিত এ গ'ণধ'র্ষণ ও হ'ত্যা মামলার রায় দেন।

দ'ণ্ডপ্রা'প্তরা হলেন খালিশপুরের বাস্তুহারা এলাকার মৃ'ত আব্দুল কাদের হাওলাদারের ছেলে মো. বাবুল হাওলাদার ওরফে কালা বাবুল (৩৮) ও সাদেক হোসেনের ছেলে এমদাদ হোসেন (৩৭)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে