সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪৮:০৫

শারদীয় দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব: ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

শারদীয় দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব: ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

ফরিদপুর: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব। এখানে উৎসবটাই প্রধান আর ধর্মটা উপলক্ষ।

তিনি বলেন, ফরিদপুরে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে সারাদেশে ফরিদপুরের সুনাম রয়েছে। ফরিদপুর সারাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে জাতি, ধর্ম নির্বিশেষে সবাই সব ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে।

সোমবার দুপুরে ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে বরাদ্দকৃত জিআর চাল প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের সংবিধানে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কোনো কথা নেই। এখানে সকল ধর্মাবলম্বীর অধিকার সুনিশ্চিত করা আছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। এখানে সবাই সমান। কোনো সম্প্রদায়ের মধ্যে বিভেদ নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে