শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ০৫:০১:৫৩

রাজশাহীতে পদ্মার ভা'ঙনে নদীগর্ভে স্কুল

রাজশাহীতে পদ্মার ভা'ঙনে নদীগর্ভে স্কুল

নিউজ ডেস্ক : পানির প্রবাহ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর ভা'ঙন তীব্র আকার ধারন করেছে। একদিনে পদ্মায় একটি প্রাথমিক বিদ্যালয়সহ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারমারী এলকায় এক কিলোমিটার জুড়ে নদীর ভা'ঙন দেখা দেয়। এতে করে অর্ধ শতাধিক বাড়ী নদী গর্ভে বিলীন হয়েছে। ভা'ঙনের মুখে পড়েছে দুইশতাধিক বাড়ী-ঘর ও একটি প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয়রা জানান, নদীর তীর থেকে মাত্র ২০০ গজ দুরে থাকা দিয়াড় মানিকচক বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল একটি ভবন নদী গর্ভে বিলীন হয়েছে গত বুধবার দিবাগত রাতে। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আরেকটি ভবন দুই এক দিনের মধ্যে বিলীন হয়ে যাবে বলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ বলেন, বিদ্যালয়টি নদী ভা'ঙনের মুখে পড়ায় গত দুই সপ্তহে আসবাব পত্র ও প্রয়োজনীয় জিনিসিপত্র সরিয়ে নেয়া হয়। বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৪০০ জন। এসব শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভাঙনে বিদ্যালয়টি পদ্মায় হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরানুল হক বলেন, নদী ভা'ঙনে বিদ্যালয়ের একটি ভবন ভেঙ্গে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর ভা'ঙনের মুখে পড়া আরেকটি ভবন রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।-আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে