মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ০৭:২০:১৭

মাকে ফিরে পেতে দুই প্রতিবন্ধীসহ তিন সন্তান রাস্তায়

মাকে ফিরে পেতে দুই প্রতিবন্ধীসহ তিন সন্তান রাস্তায়

রাজবাড়ী থেকে : মাকে ফিরে পেতে রাজবাড়ীতে এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন করেছেন দুই প্রতিবন্ধীসহ তিন সন্তান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পরে জেলা প্রশাসকের আম্রকানন চত্বরে গিয়ে পুনরায় দাঁড়ায় মানববন্ধনটি। মানববন্ধনে ছেলে ইদ্রিস ভূইয়া জানান, তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। ছোট দুই বোন মরিয়ম খাতুন (১৮) ও মাহমুদা আক্তার কাজল (১৩) প্রতিবন্ধী। 

গত কয়েক দিন আগে নগদ টাকা ও বাড়ি কিছু স্বর্ণ নিয়ে সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়া গ্রামের আজিফর ইসলামের ছেলে তারিকুল ইসলাম তার মাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে। এ কারণে তিনি, তার দুই প্রতিবন্ধী বোন ও বাবা মোন্তাজ উদ্দিন অসহায় হয়ে পড়েছেন। 

তিনি তারিকুল ইসলামকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও তার মাকে ফিরে পেতে মানববন্ধনে দাঁড়িয়েছেন। মোন্তাজ উদ্দিন (বাবা) জানান, তিনি ফরিদপুর পাওয়ার গ্রিডে আনসার কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। ১০ অক্টোবর সকালে ৮১ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে তারিকুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। 

মোন্তাজ বলেন, এতে তার এক ছেলে ও দুই প্রতিবন্ধী মেয়ে অসহায় হয়ে পড়েছে। এর আগে তার ছেলেকে ভূমি অফিসে চাকরির কথা বলে স্ত্রীর মাধ্যমে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় তারিকুল ইসলাম। অসহায় তিন সন্তানের জন্য স্ত্রীকে ফিরে পেতে চায় একই সঙ্গে তারিকুলের বিচার চান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে