মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ০৬:২৭:১৬

উই লাভ প্রফেট মোহাম্মদ (সা.) স্লোগানে মুখর পল্টন

উই লাভ প্রফেট মোহাম্মদ (সা.) স্লোগানে মুখর পল্টন

ঢাকা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গু'লিতে হ'তাহ'তের ঘটনার প্রতিবাদে ‘উই লাভ প্রফেট মোহাম্মদ (সা.)’ স্লোগানে স্লোগানে পল্টন এলাকায় বিক্ষো'ভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার (২২ অক্টোবর) বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ কর্মসূচি শুরু করে সংগঠনের ঢাকা মহানগরের নেতাকর্মীরা। এতে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

সমাবেশে তারা মহানবী হজরত মোহাম্মদকে (সা.) কটূ'ক্তিকারী ও ভোলার সংঘ'র্ষের বিষয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তাদের দাবিগুলো তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে- আল্লাহতা’আলা ও মহানবী (সা.)-এর কটূ'ক্তিকা'রীকে গ্রেফতার, ভোলার ঘটনায় নিহ'তদের ক্ষ'তিপূরণের ব্যবস্থা, আহ'তদের চিকিৎসার ব্যয়ভার ও সুচিকিৎসা গ্রহণ করা, গু'লিবর্ষ'ণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার করা।

উল্লেখ্য, গত রোববার ভোলার বোরহানউদ্দিনে ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষো'ভ থেকে ব্যাপক সংঘ'র্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের গু'লিতে চারজন নিহ'ত হন। নিহ'ত চারজনকে নিজেদের কর্মী-সমর্থক বলে দাবি করে তৌহিদি জনতা। সংঘ'র্ষে ১০ পুলিশ সদস্যসহ দেড় শতাধিক মানুষ আহ'ত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে