শনিবার, ০২ নভেম্বর, ২০১৯, ০৮:২৪:৪২

১৬ কোটি মানুষের পক্ষ থেকে সাকিবের শাস্তি কমানোর অনুরোধ জানানো হবে

১৬ কোটি মানুষের পক্ষ থেকে সাকিবের শাস্তি কমানোর অনুরোধ জানানো হবে

গাজীপুর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, আইসিসি সাকিবের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, ক্রিকেট আইন অনুযায়ী সে ব্যাপারে আপিল করার কোনো সুযোগ নেই। তবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের শাস্তি কমানোর জন্য আমরা দেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ জানাবো। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা সিঙ্গারদিঘী এলাকার প্লেজার হারবার ইন্টারন্যাশনাল স্কুল মাঠে আয়োজিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, সাকিবকে যে শাস্তি দেয়া হয়েছে, এখানে তার গুরুতর অপরাধ নেই। তার শুধু অপরাধ, বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেননি।

জাহিদ আহসান রাসেল আরও বলেন, আমি মনে করি, আরও শক্তি সঞ্চার করে সাকিব আমাদের মাঝে ফিরে আসবে। তিনি যেভাবে বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার হয়েছেন, সেভাবে আবারও তার আসনটি পুনরুদ্ধার করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে