 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
পটুয়াখালী : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দমকা হওয়ায় গাছ উপড়ে বসত ঘরের উপর পড়ে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে দমকা হাওয়ার শুরু হলে বসত ঘরের পাশে থাকা রেইন্ট্রি ও চাম্বল গাছ ঘরের পড়ে। এতে ওই ঘরটি দুমরে মুচরে গেলে ওই ঘরে একাই ঘুমিয়ে থাকা হামেদ ফকিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।