মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ০৭:১২:১১

জাহাজ দুর্ঘটনায় নিহ'ত স্বামীর চেহলাম শেষে ফেরার পথে ট্রেন দুর্ঘ'টনায় নিহত স্ত্রী

জাহাজ দুর্ঘটনায় নিহ'ত স্বামীর চেহলাম শেষে ফেরার পথে ট্রেন দুর্ঘ'টনায় নিহত স্ত্রী

নিউজ ডেস্ক : ৭ নভেম্বর চট্টগ্রামে জাহাজ দুর্ঘটনায় নিহ.ত স্বামী মু'সলিম মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল গিয়েছিলেন স্ত্রী' জাহিদা খাতুন। সেখানে স্বামীর চেহলাম শেষে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় লা'শ হলেন তিনি।

জাহিদা খাতুনের পরিবার জানায়, শ্রীমঙ্গলের গাজীপুর গ্রামে অবস্থিত বাড়িতে চেহলামে চট্টগ্রাম থেকে দুই ছে'লে আর শাশুড়ি নিয়ে যোগ দেন স্ত্রী জাহিদা খাতুন। চেহলাম শেষে সন্তানদের নিয়ে ট্রেনে করে ফিরছিলেন তিনি। কিন্তু চট্টগ্রামে আর ফেরা হলো না তাঁর।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজে'লার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে ঘটে ভ'য়াবহ ট্রেন দুর্ঘ'টনা। এতে এ পর্যন্ত ১৬ জনের মৃ'তদেহ উ'দ্ধার করা হয়েছে। নি'হতদের মধ্যে রয়েছেন হতভাগ্য জাহিদা বেগম। আহ.ত হয়েছেন দুই ছে'লে ও শাশুড়িও।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে এক জাহাজ দুর্ঘটনায় মু'সলিম মিয়া নিহ'ত হন। স্বামীর চেহলাম শেষে জাহিদা তাঁর শাশুড়ি ও দুই ছে'লেকে নিয়ে চট্টগ্রামে ফিরছিলেন উদয়ন এক্সপ্রেসে করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে