বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ০৩:৩১:৩১

১০ হাজার আমগাছ কেটে ফেলল দুর্বৃত্তদল!

১০ হাজার আমগাছ কেটে ফেলল দুর্বৃত্তদল!

সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে গাছের সাথে শত্রুতা করে ১২ আমচাষির প্রায় ৬০ বিঘা জমির ওপর রোপিত প্রায় ১০ হাজার আমের গাছ কেটে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তদল।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে অজানা একদল দুর্বৃত্ত উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে বিশাল মাঠে একাধিক ব্যক্তির ৬০ বিঘা জমিতে রোপিত প্রায় ১০ হাজার আমগাছ কেটে ফেলে। সকালে বাগানের মালিকগণ বাগান এলাকায় গিয়ে গাছকাটার দৃশ্য দেখে অবাক হয়ে যান। কে বা কারা এসব গাছ কেটে ফেলেছে এ বিষয়ে বাগান মালিকরা জানান, আমের সিজনের পূর্বমুহূর্তে কে বা কারা এবং কেন তাদের বাগানের গাছগুলো কেটে ফেলেছে তার কোনো কারণ তাদের জানা নেই।

উপজেলার আমচাষিরা ধারণা করছেন, কেটে ফেলা আমগাছগুলো হতে আগামী আমের মৌসুমে প্রায় ১ কোটি টাকার আম কেনা-বেচা হতো। হঠাৎ করে বিরাট ধরনের ক্ষতিসাধন হওয়ায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকগণ চিন্তিত হয়ে পড়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের না হলেও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী ও থানার ওসি আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাতের আাঁধারে বাগান হতে অসংখ্য আমগাছ কর্তন করায় উপজেলার আমচাষিরা শঙ্কিত হয়ে পড়েছেন। উপজেলার হাজারো আমচাষি গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।-কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে