মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ০৮:০২:৪৭

ছেলের চাকরি ফেরত পেতে আমরণ অনশণে মুক্তিযোদ্ধা বাবা

ছেলের চাকরি ফেরত পেতে আমরণ অনশণে মুক্তিযোদ্ধা বাবা

রংপুর থেকে : ছেলের চাকরি ফেরত পেতে সপরিবারে আ'ম'র'ণ অ'ন'শনে বসে মুক্তিযো'দ্ধা রঙ্গলাল মহন্ত বললেন, ছেলের চাকরি ফেরত না দেয়া হলে মৃ'ত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় সৎকারসহ বেঁচে থাকাকালীন সব রাষ্ট্রীয় সুবিধা ব'র্জ'ন করবো।

মঙ্গলবার রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়ে আ'ম'র'ণ অ'ন'শনে বসেন মুক্তিযো'দ্ধা রঙ্গলাল মহন্ত এ কথা বলেন।

তিনি বলেন, তার ছেলে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা নোট পরিক্ষক সাধন চন্দ্র মহন্তের বি'রু'দ্ধে হিসেবের গ'ড়'মিলের মি'থ্যা অভিযোগ আনা হয়েছে। সুষ্ঠু তদন্ত না করেই বা'ধ্য'তামূলক তাকে অবসরে পাঠানো হয়েছে। তিনি দ্রু'ত সু'ষ্ঠু ত'দ'ন্তের মাধ্যমে ছেলেকে চাকরিতে ব'হা'লের দাবি জানান।

এদিকে চা'ক'রিচ্যু'ত হওয়া সাধন চন্দ্র মহন্তের দাবি, সিসিটিভির ফুটেজ দেখে পুনতদন্ত করলে তিনি নি'র্দো'ষ প্র'মা'ণিত হবেন। আমি ২০১২ সালের ১৫ জানুয়ারি থেকে আমি সততার সাথে চাকরি করে আসছি। এ বছরের মে মাসে বান্ডিল করা প্যাকেট থেকে দুই দফায় মোটে এক হাজার পঞ্চাশ টাকা কম পাওয়ার যে অভিযোগ আমার বি'রু'দ্ধে তোলা হয়েছে, এটা পরিকল্পিত। আমি ষ'ড়য'ন্ত্রের শি'কা'র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে