বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ০৯:৩৫:১৭

শেখ তন্ময়ের তৎপরতায় এক রাতের ব্যবধানে কমে গেল পেঁয়াজের দাম

শেখ তন্ময়ের তৎপরতায় এক রাতের ব্যবধানে কমে গেল পেঁয়াজের দাম

বাগেরহাট থেকে : বাগেরহাট সদরের এমপি শেখ সারহান নাসের তন্ময় পেঁয়াজসহ দ্রব্যমূল্যের উর্ধগতির লাগাম টেনে ধরতে প্রত্যন্ত এলাকার হাট-বাজার পরির্দশনের খবরে মাত্র এক রাতের ব্যবধানে খুঁচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ৩০ থেকে ৩৫ টাকা। 

চালের দামও কমতে শুরু করেছে। ইতিবাচক প্রভাব পড়েছে বাগেরহাটে নিত্যপ্রয়োজনিয় দ্রব্যমূল্যে। এমপির উদ্যোগকে স্বাগত জানিয়েছে তার নির্বাচনী এলাকার সাধারণ ক্রেতারা। বুধবার দুপুরে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে খবর নিয়ে এমন তথ্যই মিলেছে।

শেখ তন্ময় মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে রামপালে খানজাহান আলী বিমান বন্দর নির্মান প্রকল্প এলাকার হোগলডাংঙ্গা গ্রামের ৩৩টি বাড়ি গিয়ে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের প্রায় ৯০ লাখ টাকার চেক বিতারন শেষে ফেরার পথে নেমে পড়েন সদরের চুলকাঠি বাজারে। 

প্রত্যন্ত এলাকার এই বাজারের দোকানে দোকোনে গিয়ে পোঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনিয় দ্রব্যের মূল্য জানতে চান। দোকানীদের অতি মোনাফা না করতে পরামর্শ দেন। বাজারের উন্নয়ন প্রকল্পের অগ্রগতিসহ দোকানীদের সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেন।

এমপি শেখ তন্ময় প্রত্যন্ত এলাকায় গিয়েও হাট-বাজার পরির্দশন শুরু করার খবরটি রাতে তার নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে পেঁয়াজ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে মোনাফালোভী ব্যবসায়ী, আড়তদার ও খুঁচরা বিক্রেতাদের মধ্যে ভীতির সৃষ্টির হয়। 

এমপি শেখ তন্ময় চুলকাঠি বাজার পরির্দশনের মতো চেম্বার ও ব্যবসায়ী সমিতির নেতাদের না জানিয়ে হুট করে যে কোন পন্যের মোকাম, আড়ত, পাইকারী দোকান ও হাট-বাজারে এসে পড়তে পারেন এমন খবরে ইতিবাচক প্রভাব পড়েছে বাগেরহাটের দ্রব্যমূল্যের বাজারে।

মাত্র এক রাতের মধ্যে বুধবার সকালে খুঁচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ৩০ থেকে ৩৫ টাকা। পেঁয়াজ  এখন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। চালের দাম কেজিতে কমেছে ২ টাকা করে। অন্যান্য নিত্যপ্রয়োজনিয় দ্রব্য দামও কমতে শুরু করেছে। লবণ প্যাকেটের গায়ে লেখা মুল্যেরও কম দামে বিক্রি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে