বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ০৭:২৮:২৮

আর কোনো পুলিশ অফিসার মেয়েদের সঙ্গে এমন করার সাহস পাবে না : নুসরাতের মা

আর কোনো পুলিশ অফিসার মেয়েদের সঙ্গে এমন করার সাহস পাবে না : নুসরাতের মা

ফেনী থেকে : ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অ'পরা'ধে সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের ৮ বছরের কা'রাদ'ণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

পাশাপাশি তাকে ১৫ লাখ টাকা অ'র্থদ'ণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে নুসরাতের পরিবার।

রায় ঘোষণার পর এক প্র'তি'ক্রি'য়ায় নুসরাতের মা শিরিন আখতার বলেন, ‘আদালত বিচার-বিশ্লেষণ ও প'র্যালো'চনা করে রায় দিয়েছেন। এ রায় দৃ'ষ্টা'ন্ত হয়ে থাকবে। আর কোনো পুলিশ অফিসার মেয়েদের সঙ্গে এমন আচরণ করার সা'হ'স পাবে না। কোনো পুলিশ অফিসার হ'ত্যাকা'ণ্ডকে আ'ত্মহ'ত্যা বলে চালিয়ে দেয়ার সা'হ'স পাবে না। এ রায়ের মাধ্যমে নুসরাতের বিদে'হী আ'ত্মাও শান্তি পাবে।’

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শা'স'ন প্রতিষ্ঠা হয়েছে। এটি প্রমাণ করে অ'পরা'ধী যেই হোক তাকে ছাড় দেয়া হয়নি। এ রায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিচার বিভাগের সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এ রায়ে শুধু নুসরাতের পরিবার নয়, পুরো ফেনীতে স্ব'স্তি বিরাজ করছে। সোনাগাজী, ছাগলনাইয়া ও ফেনী মডেল থানা এলাকার লোকজন রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নুসরাতের সহপাঠী ও সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, সঠিক বিচার হয়েছে। নুসরাতকে অ'পমা'ন করার উচিত বিচার পেয়েছেন ওসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে