মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০১৯, ০১:৩১:১৭

ইসলামী মূল্যবোধ চর্চায় প্রতি উপজেলায় হবে মডেল মসজিদ: গণপূর্তমন্ত্রী

ইসলামী মূল্যবোধ চর্চায় প্রতি উপজেলায় হবে মডেল মসজিদ: গণপূর্তমন্ত্রী

পিরোজপুর থেকে : ইসলামী মূল্যবোধ চর্চার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, এ সব মডেল মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার পাশাপাশি ইসলাম ধর্মীয় বিষয় গবেষণার সুযোগ পাবেন। সরকারি টাকায় মসজিদ নির্মাণের মতো এ রকম উদ্যোগ ইতিপূর্বে কোনো সরকার নেয়নি।

সোমবার সন্ধ্যায় স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ক্বারি সমিতির উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক কেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা অত্যন্ত ধর্মভীরু মানুষ বলেই ইসলামের জন্য তিনি নানা উদ্যোগ নিচ্ছেন। তার সরকার কোরআন সুন্নাহ বি'রো'ধী কোনো আইন বাস্তবায়ন করবে না। ইসলাম শিক্ষা আরও বেগবান করতে আমাদের সরকার পাঁচ শতাধিক মাদ্রাসার জন্য ৩/৪তলা আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি হুজুরকে নিয়ে কিছু লোক বাজে স'মালো'চনা করতে শুরু করছিলেন। আলেম ওলামাদের নিয়ে কেউ স'মালো'চনা করুক তা স'হ্য করেন না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে