বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৪০:০৩

‘আব্বু-আম্মু আমার লাশটা কাটতে দিও না, আমার ভয় লাগে’, মৃত্যুর আগে তরুণীর চিরকুট

‘আব্বু-আম্মু আমার লাশটা কাটতে দিও না, আমার ভয় লাগে’, মৃত্যুর আগে তরুণীর চিরকুট

কুষ্টিয়া: এইচএসসি পরীক্ষার্থী নূপুর বিশ্বাস মায়া (১৭) টেস্ট পরীক্ষায় অকৃ'তকার্য হওয়ায় বি'ষপা'নে আ'ত্মহ'ত্যা করেছেন। কুষ্টিয়া সদর উপজেলার দোয়ারকাদাস আগরওয়াল মহিলা কলেজের ছাত্রী ছিলেন নূপর। মঙ্গলবার দুপুরে (১০ ডিসেম্বর) কলেজ অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। তবে বি'ষপা'নের আগে বাড়িতে একটি চিরকুট লিখে যায় নূপুর। চিরকু'টটি উদ্ধা'র করেছে পুলিশ।

নূপুর চির'কুটে লিখে যান, ‘আব্বু-আম্মু আমায় ক্ষমা করে দিও। আমি কখনও চাই না আমার জন্য তোমরা ক'ষ্ট পাও। আমি ভালোভাবে পড়াশোনা করতে চেয়েছিলাম, অনেক স্বপ্ন ছিল আমার।

আমি জানি আমাকে নিয়েও অনেক স্বপ্ন ছিল তোমাদের। আমি যে তোমাদের একমাত্র মেয়ে। আমি পৃথিবী থেকে চলে গেলাম। আমায় ক্ষমা করো। আর আমার জন্য একটুও কষ্ট পাবে না। আমি চাই আমার মরা'টা (লা'শ) যেন স্বাভাবিকভাবে মাটি দেয়া হয়। আ'ত্মহ'ত্যা করলে পুলিশ আসে, তারা যা সব করে (ময়'নাতদ'ন্ত) আমার যেন না করা হয়। এভাবে ম'রে গেলে তো কোথায় যেন পাঠায় লা'শ কাটার জন্য। ওটাতে আমার খুব ভ'য় লাগে।

আমাকে স্বাভাবিকভাবেই মাটি দিও। পুলিশরা যেন অন্য সবার মতো আমার লা'শকে ক'ষ্ট না দেয়, আমায় যেন স্প'র্শ না করে। আমায় ভালোভাবে মাটি দিও। ও আম্মু আমার যে ম'রে যাওয়ার পর অনেক ভ'য় লাগবে, আমাকে তো কবরে জায়গা দেবে না, আমার যে খুব ক'ষ্ট হবে। ক্ষমা করে দিও। কলেজের স্যাররা চাইলে হয়তো আমার ভবিষ্যৎ ন'ষ্ট হতো না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে