বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:৩১:৫৮

মাইনরিটিদের সবচেয়ে আপনজন শেখ হাসিনা : ওবায়দুল কাদের

মাইনরিটিদের সবচেয়ে আপনজন শেখ হাসিনা : ওবায়দুল কাদের

হবিগঞ্জ থেকে : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০০১ সালে বিএনপি যখন ক্ষ'ম'তায় ছিল তখন যেভাবে মাইনরিটি (সংখ্যাল'ঘু) নি'র্যা'তন, ধ'র্ষ'ণ ও তাদের সম্পদ লু'ণ্ঠ'ন হয়েছে তা শুধুমাত্র ৭১’ এর ব'র্ব'রতার সঙ্গে তুলনীয়। 

তিনি বলেণ, সেই সময় নি'ষ্ঠু'রতা ও ব'র্ব'রতায় বিএনপি নতুন রে'ক'র্ড স্থাপন করে। ৭৫ পরবর্তী মাইনরিটি বান্ধব সরকার হলো শেখ হাসিনার সরকার। এই সরকারের আমলে সংখ্যাল'ঘুরা সুখে ও শান্তিতে আছে। কিছু বি'চ্ছি'ন্ন ঘটনা ঘটতেই পারে। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা মাইনরিটিদের সবচেয়ে আপনজন।

আজ বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা সত্যিকারের স্বা'ধী'নতা পেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হ'ত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সৃ'ষ্টি হয়েছিল হ'তা'শা। পরে বঙ্গবন্ধুর র'ক্তে ভে'জা মাটিতে ঐ'ক্যের পতাকা নিয়ে আসেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দূ'রদ'র্শী নেতৃত্বের জন্য প'লিটি'শি'য়ানের সীমানা পেরিয়ে গেছেন। তার নেতৃত্বে সারাদেশে চলমান শু'দ্ধি অ'ভিযা'ন সফল করব। এখন দরকার ক্লি'ন ইমে'জের পার্টি। আমরা দূ'ষি'ত র'ক্ত রাখব না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে