বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ১০:৫২:০৮

আসরের নামাজরত থাকায় বেঁচে গেল ৫০ জন এতিম শিক্ষার্থী

আসরের নামাজরত থাকায় বেঁচে গেল ৫০ জন এতিম শিক্ষার্থী

নিউজ ডেস্ক: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অ'গ্নিকা'ণ্ডে পুড়ে গেছে হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার আবাসিক শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাকসহ প্রয়োজনীয় সবকিছুই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলা সদরের নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে আসরের নামাজরত থাকায় কোনো ধরনের হ'তাহ'তের ঘটনা ঘটেনি।

মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মো. নেছার উদ্দিন জানান, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা আসরের নামাজ পড়তে মাদরাসা মসজিদে গেলে হঠাৎ করে আবাসিক ভবনে আ'গুনের সূত্রপাত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই আ'গুনের লে'লিহান শি'খা ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুরো কক্ষ আ'গুনের ধোঁ'য়ায় অন্ধকার হয়ে যায়। এসময় শিক্ষার্থীদের বই, পোশাক, খাবারসহ সবকিছু পু'ড়ে ছা'ই হয়ে যায়। তিনি জানান, আবাসিক ভবনে ৫০ জনেরও বেশি শিক্ষার্থী থাকত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে