বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৮:০৯:৪৫

দিনাজপুরে বিরল প্রজাতির শকুন উদ্ধার

দিনাজপুরে বিরল প্রজাতির শকুন উদ্ধার

দিনাজপুর: দিনাজপুরের বি'রল উপজেলার রবিপুরের বিলে বি'রল প্রজাতির একটি শকুন পাখি উদ্ধা'র করা হয়েছে। অসু'স্থ্যতার কারণে সেটি উড়'তে পারছিল না। স্থানীয়রা উদ্ধা'র করে শকুনটিকে বি'রল উপজেলা বনবিভাগের কাছে হ'স্তান্ত'র করে। বুধবার সকালে শকুনটিকে দিনাজপুরের বীরগঞ্জ সিংড়া জাতীয় উদ্যানে শকুন পাখির পুনর্বা'সনের জন্য নেওয়া হয়। এর আগে গতকাল বিকালে বি'রল উপজেলার ভা'ন্ডারা ইউনিয়ন পরিষদেরর রবিপুর বিল থেকে শকুনটি উদ্ধা'র করা হয়। পাখিটি হিমালয়ান গিফেন ভাউচার প্রজাতির হতে পারে।

স্থানীয়রা জানায়, অসু'স্থ্যতার কারণে দুর্ব'ল শকুনটি উ'ড়তে পারছিল না দেখে স্থানীয়রা সেটি উদ্ধা'র করে বাড়িতে রাখে। পরে উপজেলা বনবিভাগের কর্মকর্তা সাদেকুর রহমানের কাছে সেটি হ'স্তান্ত'র করা হয়। বন কর্মকর্তা সাদেকুর রহমান জানান, শীতের সময় আমাদের দেশে অতিথি পাখির আগমন ঘটে। বিলু'প্ত প্রায় শকুনটিকে সু'স্থ্য করে তুলে, স্বাভাবিক জীবন ধা'রণ ও প্রকৃ'তির ভা'রসা'ম্য র'ক্ষায় সিংড়া জাতীয় উদ্যানে শকুনটিকে অবমু'ক্ত করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে