সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:৫২:২৭

মৃত বাবাকে কবরে রেখে এসএসসি পরীক্ষায় ছেলে

মৃত বাবাকে কবরে রেখে এসএসসি পরীক্ষায় ছেলে

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মৃ'ত বাবাকে ক'বরে রেখে পরীক্ষার হলে এসএসসি পরীক্ষার্থী আমিরুল ইসলাম।গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সলিমগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে তার এসএসসি পরীক্ষার আসন দেখতে গিয়ে বিদ্যালয়ের তোরণ ভে'ঙ্গে মৃ'ত্যু হয় (বাবা) খোরশেদ আলম (৬৮)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নিহ'ত বাবাকে ক'বরে রেখে সকাল ১০টায় সালিমগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশ নিতে আসনে আমিরুল।নিহ'ত খোরশেদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে আমীরুল ইসলাম এবার সলিমগঞ্জ এ আর এম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

উল্লেখ্য, রবিবার (২ ফেব্রুয়ারি) ছেলে আমিরুলের এসএসসি পরীক্ষার আসন দেখতে উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে যান। কিন্তু স্কুলের ফট'ক ব'ন্ধ থাকায় তিনি ফট'কে থাকা তোরণের নিচে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থী তোরণের ওপরে উঠে ভেতরে ঢো'কার চেষ্টা করে। এতে তোরণের ওপরের অংশ ভে'ঙে নিচে দাঁড়িয়ে থাকা খোরশেদ আলমের মাথায় প'ড়লে ঘট'নাস্থলেই তাঁর মৃ'ত্যু হয়।​

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে