শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৪৮:২২

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিক পার্শ্ববর্তী দেশ : হাছান মাহমুদ

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিক পার্শ্ববর্তী দেশ : হাছান মাহমুদ

চট্টগ্রাম থেকে : ভারতের দিল্লিতে চলমান সাম্প্রদা'য়িক অরা'জকতার প্রতি ই'ঙ্গি'ত করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ''সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ যে উদাহরণ সৃষ্টি করেছে, পার্শ্ববর্তী অনেক দেশ এর থেকে শিক্ষা নিতে পারে।''

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে যৌ'তুক ও মা'দকবিরো'ধী মহাসমাবেশে তিনি এ কথা বলেন। আনজুমানে রজভীয়া নুরিয়া বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ''বাংলাদেশ এখন সা'ম্প্রদা'য়িক সম্প্রীতির ক্ষেত্রে পৃথিবীর সামনে উদাহরণ। দেশে যে উন্নয়ন হচ্ছে তার সাথে সাথে মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন। তাহলেই দেশকে সত্যিকার অর্থে একটি উন্নত দেশে পরিণত করা যাবে।''

ভারতের দিল্লিতে সপ্তাহজুড়ে চলতে থাকা সা'ম্প্রদা'য়িক সহিং'সতায় কমপক্ষে ৪০ জন প্রাণ হা'রিয়েছেন। বিত'র্কি'ত নাগরিকত্ব সংশো'ধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধনকে (এনআরসি) কেন্দ্র করে চলমান সহিং'সতার আ'ত'ঙ্কের নগরীতে পরি'ণত হয়েছে দিল্লি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে