বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২০, ১২:৩৯:৪৬

ধামরাইয়ে গোরস্থানে কঙ্কা'ল গাছে ঝু'লিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা

ধামরাইয়ে গোরস্থানে কঙ্কা'ল গাছে ঝু'লিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা

ঢাকা: ঢাকার ধামরাইয়ে গোরস্থান থেকে স্ট্রো'কে মা'রা যাওয়া মানুষের ৪টি ক'ঙ্কা'ল চু'রি হয়েছে। ১টি ক'ঙ্কা'ল গাছের সঙ্গে ঝু'লিয়ে রে'খে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

পাঁচটি ক'ঙ্কা'লের মধ্যে ২টির পরিচয় পাওয়া গেছে। একটি হল ৭ মাস পূর্বে স্ট্রো'ক করে মা'রা যাওয়া ট্রটোইল গ্রামের বাসিন্দা মো. নুরু দফতরীর ছেলে মো. আইয়ুব আলীর ও অপরটি ৬ মাস পূর্বে মা'রা যাওয়া বৃদ্ধা কমলা বেগমের। বাকি ৩টি ক'ঙ্কা'লের পরিচয় উদঘা'টনের চে'ষ্টা চলছে।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদ'ন্ত কেন্দ্রের ইনচা'র্জকে জানানো হয়েছে।মঙ্গলবার দিনগত গভীর রাতে এ ঘট'নাটি ঘ'টেছে উপজেলার বালিয়া পূর্বপাড়া এলাকায়। ভোর হতে দিনভর এলাকার হাজার হাজার উৎসু'ক মানুষ ওই কব'রস্থান এলাকায় ভি'ড় করেন।

স্থানীয় মো. আবুল হাসেম জানান, ফজরের আজানের পর কাজে যাওয়ার সময় গাছের সঙ্গে ঝু'ল'ন্ত লাশ দেখতে পান তিনি। কাছে গিয়ে দেখেন ওটি ক'ঙ্কা'ল, তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। জা'নাজা'নি হলে হাজার হাজার মানুষ কব'রস্থানে এসে ভি'ড় জমান।

স্থানীয় সাউদিয়া মার্কেটের স্বাত্বাধিকারী মো. শহিদুল ইসলাম শহিদ জানান, ভোরবেলা পথচারীর আলো'চনা থেকে বিষয়টি সম্প'র্কে জানতে পারি। পরে ঘট'নাস্থলে গিয়ে এ দৃ'শ্য দেখে মনটা খুবই খারা'প হয়ে যায়।
ইউপি সদস্য মো. আলী হোসেন জানান, ক'ঙ্কা'ল চো'রদের খুঁ'জে বের করে ক'ঠিন শা'স্তির ব্যবস্থা করা হবে।

বালিয়া ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন বলেন, এমন অমা'নবিক কাজ যারা করেছে, তাদের আইনের আও'তায় এনে দৃ'ষ্টা'ন্তমূলক শা'স্তির ব্যবস্থা করা হবে।

কাওয়ালীপাড়া পুলিশ তদ'ন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন, ক'ঙ্কা'ল চো'রচ'ক্রের সদস্যরা পাড় পাবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে