সোমবার, ০৯ মার্চ, ২০২০, ১২:৪১:৪৮

কুমিল্লায় শিয়ালের মাংস রান্না করে বিক্রির অপরা'ধে ৬ মাসের কারাদ'ণ্ড

 কুমিল্লায় শিয়ালের মাংস রান্না করে বিক্রির অপরা'ধে ৬ মাসের কারাদ'ণ্ড

নিউজ ডেস্ক :  কুমিল্লার চান্দিনায় শিয়াল ছানা জ'বাই করে রান্না করার অপরা'ধে খোরশেদ আলম (৫০) নামে একজনকে ৬ মাসের কারাদ'ণ্ড ও চার জনকে ৩০ হাজার টাকা জ'রিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় একটি শিয়াল ছানার রান্না করা মাংস, অপর একটি শিয়াল ছানার কাচা মাংস উ'দ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। আরও ৫টি শিয়াল ছানাকে বনে অবমুক্ত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ছয় মাসের দণ্ডপ্রা'প্ত খোরশেদ আলম রামচন্দ্রপুর (টাটেরা) গ্রামের মৃ'ত সৈয়দ আলীর ছেলে। এছাড়া একই গ্রামের মৃ'ত জোহর আলীর ছেলে ওবায়েদুল (৬৫) তার ভাই মফিজ (৫৫) কে ১০ হাজার টাকা করে ২০ হাজার এবং সিরাজুল ইসলাম এর ছেলে জাকির হোসেন (২৮)কে ৫ হাজার এবং মৃত আব্দুল লতিফ এর ছেলে মো. চারু মিয়াকে (৩০) পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ জানান, বাড়েরা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সংঘবদ্ধ ওই পাঁচজন মিলে বাঁশ বাগানের একই গর্ত থেকে সাতটি শিয়াল ছানা বাড়িতে এনে দুটি জ'বাই করে। পরবর্তীতে জ'বাই করার জন্য আরো পাঁচটি শিয়াল ছানা একটি ঝু'ড়িতে রেখে দেয়। খবর পেয়ে খোরশেদের ঘর থেকে রান্না করা ও কাঁচা মাং'স উ'দ্ধার করি এবং ওবায়েদুল এর ঘর পাঁচটি শিয়াল ছানা উ'দ্ধার করে শিয়ালের ওই গর্তে অবমুক্ত করি।

খোঁজ নিয়ে জানতে পারি খোরশেদ আলম নিজ হাতে শিয়ালের দুটি ছানা জ'বাই করে এবং তার স্ত্রী রান্না করছিল। যার ফলে পশু নি'র্যা'তন আইন ১৯২০-এর ৭ ধারায় খোরশেদ আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ঘটনার সাথে জড়িত থাকায় চার জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে