শনিবার, ১৪ মার্চ, ২০২০, ০৭:২১:১৮

গাজীপুর সিটির কাউন্সিলর ও যুবলীগ নেত্রী আটক

গাজীপুর সিটির কাউন্সিলর ও যুবলীগ নেত্রী আটক

গাজীপুর থেকে : গাজীপুরে চান্দনা এলাকায় উল্টো পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা রুনা। এতে বা'ধা দেওয়ায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে থা'প্পড় মা'রার অভিযোগ উঠেছে রুনার বিরুদ্ধে।

এ ঘটনায় আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রো পলিটন বাসন থানা পুলিশ রুহুন নেছা রুনাকে আ'টক করে। পুলিশ জানায়, দুপুরে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ৩১, ৩২, ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা দিয়ে গাড়ি নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। 

এ সময় সড়কটিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল উল্টো পথে যেতে তাকে বা'ধা দেন। এ সময় তাদের মধ্যে বাক-বিত'ণ্ডা হয়। এক পর্যায়ে রুহুন নেছা রুনা গাড়ি থেকে নেমে ওই পুলিশ কনস্টেবলকে থা'প্পড় দেন। ঘট'না'স্থলের পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে কাউন্সিলর রুনাকে আ'টক করেন। পরে বাসন থানা পুলিশের কাছে তাকে হ'স্তা'ন্তর করা হয়েছে।

আরও পড়ুন : মহাসড়কের পাশে পড়ে ছিল লুঙ্গির কাপড়ে পেঁচানো নবজাতকটি

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী জানান, শনিবার দুপুরে অ'বৈধভাবে ইউ টার্ন নেওয়াকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীকে আ'টক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রি'য়াধীন।

কাউন্সিলর রুহুন নেছা দাবি করেন, চান্দনা চৌরাস্তা এলাকায় অনেকেই উল্টো পথে যাতায়াত করে থাকেন। একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য নিজের পরিচয় দিয়ে তিনি ওই পথে যেতে চেয়েছিলেন। একপর্যায়ে পুলিশ সদস্য এমন করছিলেন যেন তার (কাউন্সিলর) ওপর এসে পড়বেন। তখন তিনি নিজেকে রক্ষা করতে থা'প্পড় দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে