রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০৩:৫৯:২৯

পবিত্র নগরী মক্কায় দোয়া কবুল হওয়ার স্থানসমূহ, এক নজরে জেনে নিন

পবিত্র নগরী মক্কায় দোয়া কবুল হওয়ার স্থানসমূহ, এক নজরে জেনে নিন

ইসলাম ডেস্ক : আল্লাহ তাআলা কুরআনে বলেন, ‌নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হিদায়াত ও বরকতময়। (সুরা আল-ইমরান : আয়াত ৯৬) এই প্রথম ঘরকে কেন্দ্র করেই মক্কা নগরী পবিত্রার নগরী হিসেবে খ্যাতি ও সম্মান লাভ করেছে।

হজরত হাসান বসরি (রহ.)-এর সূত্রে মক্কার এমন কিছু স্থান ও সময়ের কথা বর্ণিত আছে, যেখানে দোয়া কবুল হয়। সেগুলো হলো :
১, তাওয়াফের সময়
২, মুলতাজিমের কাছে
৩, মিজাবের নিচে
৪, কাবা ঘরের অভ্যন্তরে
৫, জমজম কূপের পাশে
৬, সাফা পাহাড়ে
৭, মারওয়া পাহাড়ে
৮, সাঈর সময়
৯, মাকামে ইব্রাহিমের পেছনে
১০, আরাফার ময়দানে
১১, মুজদালিফায়
১২, মিনাতে
১৩, জামরায়ে উলাতে
১৪, জামারায়ে উস্তাতে (হাসান : ৬৫)

তবে মোল্লা আলী কারি (রহ.) এসবের সঙ্গে আরো যুক্ত করে বলেছেন যে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি জায়গা, দারে আরকাম, গারে সাওর এবং গারে হেরা ইত্যাদিও দোয়া কবুল হওয়ার স্থান। (নজলুল আবরার : ৪৫) সুতরাং হাজি সাহেবদের উচিত, এসব স্থান ও সময়ে কায়মনোবাক্যে অশ্রুসজল নয়নে আল্লাহর কাছে মন খুলে দোয়া করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেক হাজি, ওমরাকারী এবং দর্শনার্থীদের এ স্থানগুলোতে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনায় দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
১৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে