বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৫:১৯:২০

ব্রিটেনের গীর্জাটি এখন ইসলামি কেন্দ্র

ব্রিটেনের গীর্জাটি এখন ইসলামি কেন্দ্র

ইসলাম ডেস্ক : ব্রিটেনের রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত পিটারবার্গ শহরের একটি গীর্জা ইসলামি কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে।

প্রায় ১,৫০০ মুসলিম এ শহরে বসবাস করেন। শহরে আরো একটি ইসলামি কেন্দ্র থাকলেও ধর্মীয় অনুষ্ঠানাদির জন্য উপযুক্ত একটি কেন্দ্রের প্রয়োজন ছিল। তাই এ অঞ্চলের মুসলিমরা একটি পুরোনো গীর্জা কিনে নেন।

ইমাম আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর জন্মবার্ষিকীর সমসময়ে পিটারবার্গের এই নতুন ইসলামি কেন্দ্রটি ইউরোপে আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানি’র প্রতিনিধি ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমী মুর্ত্তাজা কাশ্মিরী’র উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছে। ‘ইমাম রেজা (আ.) এর নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে।

‘ইসলামিক থট্‌স’ সেন্টারের প্রধান হুজ্জাতুল ওয়াল মুসলিমীন ‘মাকবুল হুসাইন আলাউই’ এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।-এবিএনএ
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে