শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪৭:২৮

পবিত্র হজ করতে বিশ্বের ১৩ লাখ মুসলিম এখন মক্কায়

পবিত্র হজ করতে বিশ্বের ১৩ লাখ মুসলিম এখন মক্কায়

ইসলাম ডেস্ক : পবিত্র হজ পালন করতে এ বছর সারা বিশ্ব থেকে ১৩ লাথ ২৩ হাজার ৫২০ জন মুসলিম মক্কায় পৌঁছেছেন। তারা আগামী রোববার আরাফাতের ময়দানে হজের জন্য মিলিত হবেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সোলাইমান আল ইয়াহইয়া জানিয়েছেন, হাজিদের মধ্যে ১২ লাখ ৪৫ হাজার ২০৩ জন বিমানে পৌঁছেছেন।

তারা জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পৌঁছান বলে জানান তিনি।

প্রতিবেশী দেশগুলো থেকে সড়ক পথে সৌদি পৌঁছান ৬৫ হাজার ৫৯৪ জন হাজি। এছাড়া বাকিরা জেদ্দা ইসলামী সমুদ্রবন্দরসহ অন্য সমুদ্রবন্দর দিয়ে পৌঁছান।

আল ইয়াহইয়া জানিয়েছেন, হজের নির্দেশনা না মানায় এরই মধ্যে ২১৬ জন বিদেশী মুসল্লিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ৫২ জন যাদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা রয়েছে।

এদিকে মক্কার হজ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হাশিম আল ফালিহ বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত বিনা অনুমতিতে হজ করতে আসা এক লাখ ৮৯ হাজার জনকে মক্কাসহ পবিত্র স্থানগুলোতে প্রবেশকালে ফেরত পাঠানো হয়েছে।

তিনি জানান, যেসব সৌদি নাগরিক বিনা অনুমতিতে হজের চেষ্টা করবে তারা কারা ও অর্থদণ্ডের মুখোমুখি হবে। বিদেশী নাগরিকদেরও একই দণ্ডের পাশাপাশি দেশে ফেরত পাঠানো হবে বলে জানান হাশিম আল ফালিহ।
০৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে