শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১৬:৫৬

সৌদি’র গ্র্যান্ড মুফতির পদত্যাগ

সৌদি’র গ্র্যান্ড মুফতির পদত্যাগ

ইসলাম ডেস্ক : আরাফার দিন হজের খুতবা প্রদান ও নামিরা মসজিদে ইমামতি করা থেকে পদত্যাগ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবুদল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ। স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর ধরে হজের খুতবা দিয়ে আসছিলেন শায়খ আবুদল আজিজ বিন আবদুল্লাহ। শনিবার দেশটির ওকাজ পত্রিকার বরাতে গ্র্যান্ড মুফতির পদত্যাগের খবর দেয় সৌদি গেজেট। তার স্থলাভিষিক্ত হতে গ্র্যান্ড মসজিদের ইমাম মুফতি সালিহ বিন হুমাইদ।

খবরে আরো বলা হয়, হুমাইদ ছাড়াও গ্র্যান্ড মুফতি নির্বাচনে আরো দু’জনের নাম শোনা যাচ্ছে। তাদের একজন ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্টার শায়খ সালিহ আল আশ শায়খ এবং অপরজন পবিত্র মসজিদের প্রেসিডেন্সি চেয়ারম্যান গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস।-চ্যানেল আই
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে