রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩৫:২৩

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি ইনি, দিবেন পবিত্র হজের খুতবা

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি ইনি, দিবেন পবিত্র হজের খুতবা

ইসলাম ডেস্ক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ পদত্যাগ করায় এবার হজের খুতবা দেবেন মুফতি ড. সালিহ বিন হুমাইদ। তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিব।

হজের খুতবায় আর শোনা যাবে না চিরচেনা সেই কণ্ঠ, যা গত ৩৫ বছর ধরে শুনে আসছে মুসলিম উম্মাহ। ১৯৮১ সাল থেকে হজের খুতবা দিয়ে আসছিলেন গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শনিবার তিনি পদত্যাগ করেন। জন্মান্ধ এই মুফতি গত ৩৫ বছর ধরে হজের খুতবায় মুসলিম উম্মাহকে নানা দিক নির্দেশনা দিয়ে আসছিলেন।

৬৭ বছর বয়সী নতুন খতিব দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের পেশ ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। মুফতি সালিহ বিন হুমাইদ সৌদি আরবের ক্ষমতাসীন মজলিসে শূরার একজন গুরুত্বপূর্ণ সদস্য।

রোববার পালিত হবে পবিত্র হজ। পবিত্র মক্কা-মদিনায় রয়েছেন ২০ লক্ষাধিক মুসলমান। সেখানে মসজিদে নামিরায় হজের খুতবা দেবেন নতুন খতিব। হজের খুতবায় সাধারণত মুসলিম উম্মাহর পথচলার নানা নির্দেশনা থাকে।
১১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে