বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৫২:৩৪

সুইডেনে বিনামূল্যে কুরআন বিতরণ

সুইডেনে বিনামূল্যে কুরআন বিতরণ

ইসলাম ডেস্ক : ‌‘বিজ্ঞান ও সংস্কৃতি’ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’ শিরোনামে এক পরিকল্পনার মাধ্যমে সুইডেনের উপসালা শহরে বিনামূল্যে বিভিন্ন ভাষায় অনুদিত ধর্মীয় গ্রন্থ ও কুরআন শরিফ বিতরণ করেছে।

সুইডেনে উপসালা শহরের বিগ স্কয়ারে নতুন অভিবাসীদের মধ্যে ৪ ঘণ্টা যাবত পবিত্র কুরআন শরিফ ও ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়েছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমানদের পাশাপাশি অমুসলিমদেরকেও অবগত করা।

বর্তমানে অনেকেই ইসলাম ধর্মকে সঠিক রূপে চিনেনা। তাদের কাছে ইসলামের বিকৃত রূপ পৌঁছেছে। সুইডেনের ‘বিজ্ঞান ও সংস্কৃতি’ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন মূল কার্যক্রম হচ্ছে ইসলামের সঠিক রূপ সকলের নিকট পৌঁছে দেওয়া এবং সমাজকে সহিংসতা মুক্ত রাখা।-ইকনা
১৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে