শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬, ০২:৫৮:১১

আলহামদুলিল্লাহ, মদিনায় ‘মসজিদে নববি’র নতুন খতিব হলেন শায়খ ড. আবদুল্লাহ

আলহামদুলিল্লাহ, মদিনায় ‘মসজিদে নববি’র নতুন খতিব হলেন শায়খ ড. আবদুল্লাহ

ইসলাম ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মদিনার ‘মসজিদে নববি’র নতুন খতিব নিয়োগ দেয়া হয়েছে। নতুন খতিবের নাম শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুআইজান আত-তামিমি।

গতকাল শুক্রবার তিনি মসজিদে নববিতে পূর্ণাঙ্গ খতিব হিসেবে জুমআ’র নামাজের খুতবা দেন এবং নামাজে ইমামতি করেন। মসজিদে নববিতে এটিই ছিল তাঁর প্রথম জুমআ’র খুতবা প্রদান এবং ইমামতি।

এ নিয়োগের ফলে মসজিদে নববির খতিব সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জন। মসজিদে নববির অন্য খতিবগণ হলেন- শায়খ আলি আল-হুজাইফা, শায়খ আবদুল বারি আস-সুবাইতি, শায়খ হুসাইন আল-শাইখ, শায়খ আবদুল মুহসিন আল-কাসিম ও শায়খ সালাহ আল-বুদাইর।
 
১৪৩৪ হিজরির পবিত্র রমজান মাসে তারাবিহ নামাজের ইমামতির মাধ্যমে শায়খ ড. আবদুল্লাহ বুআইজান মসজিদে নববিতে ইমামতি শুরু করেন। সে বছরই জিলহজ মাসের ৪ তারিখে তিনি মসজিদে নববির পূর্ণাঙ্গ ইমাম হিসেবে নিয়োগ লাভ করেন।

শায়খ ড. আবদুল্লাহ বুআইজান মসজিদে নববি’র এ গুরুত্বপূর্ণ খেদমত ছাড়াও তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে ‘শরিয়া’ বিভাগে শিক্ষকতা করেন। তিনি বাদশা ফাহাদ কোরআন কমপ্লেক্সের ইলমি বোর্ডের একজন সম্মানিত সদস্য।
০৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে