বুধবার, ১২ অক্টোবর, ২০১৬, ০১:০৬:০৮

শরীর রক্তাক্ত করে মহরমের শোক পালন হারাম: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা

শরীর রক্তাক্ত করে মহরমের শোক পালন হারাম: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা

ইসলাম ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আশুরার শোক পালনের ক্ষেত্রে শরীর রক্তাক্ত করা হারাম। এমনকি গোপনেও এ কাজ করা যাবে না।

আশুরা উপলক্ষে এক বার্তায় খামেনি বলেন, এ ধরনের কাজ শোক প্রকাশ নয় বরং শোক প্রকাশকে নস্যাৎ করে। তিনি পোশাক খুলে বা খালি গা হয়ে শোক প্রকাশ করারও বিরোধিতা করেছেন। তিনি বলেন, এ ধরনের তত্পরতার ফলে ইসলামের শত্রুরা ইসলাম ধর্ম সম্পর্কে নানা ধরনের অপপ্রচার চালানোর সুযোগ নিচ্ছে। শোক প্রকাশের ক্ষেত্রে এসব বাড়াবাড়ি পরিহার করতে হবে।

খামেনির পাশাপাশি ইরানের শীর্ষ আলেমরা বলেছেন, ‘যারা কারবালার শোকাবহ ঘটনার জন্য শোক প্রকাশ করতে চান তারা অপাত্রে রক্ত অপচয় না করে রোগীদের জন্য হাসপাতালে রক্ত দান করলে অনেক সওয়াবের অধিকারী হবেন। সূত্র : পার্সটুডে
১২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে