বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০১:৩৫:২৭

পবিত্র কাবাঘরে নতুন গিলাফ, নতুন যা সংযোজন-বিয়োজন করা হয়েছে

পবিত্র কাবাঘরে নতুন গিলাফ, নতুন যা সংযোজন-বিয়োজন করা হয়েছে

ইসলাম ডেস্ক: সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র কাবাঘরের চতুর্দিক সোমবার পুরোনো গিলাফ বদলে নতুন গিলাফ (কিসওয়া) আবৃত করা হয়েছে।

গতকাল (বুধবার) সৌদিআরব থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউদি গেজেট পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।

কাবাঘরের চারটি কোণ রয়েছে। উত্তরে ইরাকি কর্নার, পশ্চিমে লিভাটিন কর্নার, দক্ষিণে ইয়েমেনি কর্নার ও পূর্বদিকে কালো পাথর স্থাপিত রয়েছে। এই প্রথমবারের মতো ইয়ামিনি কোণায় স্বর্ণখচিত কারুকার্যের একটা লাইন যোগ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন গিলাফে ওপরের দিকে কিছু ক্যালিওগ্রাফিওতে পরিবর্তন করা হয়। আগে আল্লাহকে বর্ণনা করতে ‘ও দি লিভিং, দি ইটারনাল ওয়ান’ লিখা হলেও নতুন গিলাফে ‘আল্লাহ  ইজ দ্য গ্রেটেস্ট’ লেখা হয়।

নতুন গিলাফটির দৈর্ঘ্য ৬৫৮ বর্গমিটার। সম্পূর্ণ সিল্কের কাপড়ে স্বর্ণমিশ্রিত গিলাফটির মোট ৪৭টি অংশ একসঙ্গে জোড়া দিয়ে কাবা শরিফ ঢেকে দেয়া হয়। মক্কার একটি  বিশেষায়িত কারখানায় ২৪০ জন কারিগর, তাঁতি ও কর্মকর্তা এটি তৈরিতে অংশ নেন।  এটির নির্মাণ ব্যয় ৫ দশমিক ৮ মিলিয়ন ডলার।
১৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে