বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৭:৩৪:০৪

টঙ্গীতে ২ ডিসেম্বর ৫দিন ব্যাপী জোড় ইজতেমা

টঙ্গীতে ২ ডিসেম্বর ৫দিন ব্যাপী জোড় ইজতেমা

ইসলামিক নিউজ: গাজীপুরের টঙ্গী তুরাগনদের তীরে পাঁচদিন ব্যাপী জোড় ইজতেমা আগামী ২ডিসেম্বর থেকে শুরু হবে। ২ ডিসেম্বর শুক্রবার আনুষ্ঠানিক ভারে শুরু হয়ে ৬ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে এই ইজতেমা।

ঢাকা জেলার তাবলীগ জামাতের লাখ লাখ মুসল্লি এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। মোনাজাত শেষে মুসল্লিরা জিকিরের তালে তালে ময়দান ত্যাগ করে দ্বিনের কাজে বেড়িয়ে পড়বেন।

পাঁচদিনব্যাপী এই সম্মেলনে ইমান, আমলসহ ৬উসূল সম্পর্কে দেশ বিদেশী শীর্ষ মুরুব্বীরা বয়ান  করেন। এছাড়া মুসল্লিদের উদ্দেশ্যে ইজতেমার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মুরুবি মো. গিয়াস উদ্দিন বলেন, 'আগামী ২ডিসেম্বর পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। এরপর আগামী ১৩ শে জানুয়ারী ২০১৭ সালের ৫২তম বিশ্বইজতেমার প্রথম পর্ব শুরু হবে।

পরে ৪দিন বিরতি দিয়ে ২০জানুয়ারী দ্বিতীয় পর্ব শুরু হয়ে ২২জানুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২০১৭ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে