শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ০৪:৩৭:১০

চাকরি বাঁচাতে দাড়ি কামানো : কী বলে ইসলাম?

চাকরি বাঁচাতে দাড়ি কামানো : কী বলে ইসলাম?

ইসলাম ডেস্ক: দাড়ি রাখা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। অগণিত হাদিস, নবী রাসূলদের অভ্যাস-আর্দশ এবং সাহাবাদের আমল দ্বারা এটা সুস্পষ্ট।

এমন অনেক জায়গা আছে যেখানে চাকরি করতে হলে দাড়ি রাখা যায় না। কিংবা দাড়ি রাখলে বেতন অনেক কম। এখন প্রশ্ন হচ্ছে চাকরি বাঁচানোর জন্য দাড়ি কামানো বা না রাখা বিষয়ে ইসলাম কী বলে?

অগণিত হাদিস, নবী রাসূলদের অভ্যাস-আর্দশ এবং সাহাবাদের আমল দ্বারা এটা স্পষ্ট যে, দাড়ি রাখা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব এবং দাড়ি রাখতে হবে এক মুষ্টি পরিমাণ। এর চেয়ে কম হলে সেটা হবে মাকরুহে তাহরীমী। সুতরাং ভালো চাকরির করার জন্য কিংবা ভালো বেতনের জন্য দাড়ি কামানো জায়েজ হবে না। [ফাতওয়ায়ে রহীমিয়া ৬-২৪৭]
১৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে