রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬, ০৩:২৮:১৩

জানেন কি বাসায় কাজের মেয়ে রাখার বিষয়ে ইসলামের হুকুম কি?

জানেন কি বাসায় কাজের মেয়ে রাখার বিষয়ে ইসলামের হুকুম কি?

ইসলাম ডেস্ক : বাসায় কাজের মেয়ে রাখা এখন যেন ঐতিহ্যে পরিণত হয়েছে। এক্ষেত্রে গরীব ঘরের ছোট মেয়েদের নিয়োগ দেয়া হয়। কাজের মেয়েটি পুরো পরিবারের কাজ করে অথচ ভালো খাবার, থাকার ঘর এবং পোশাক থেকে বঞ্চিত হয়। এটা সবারই জানান। এখন প্রশ্ন হল বাসায় কাজকর্মে সহায়তার জন্য কাজের মেয়ে রাখার ব্যাপারে শরী’য়াতের বিধান কি?

উত্তর : বাসার কাজের জন্য কাজের মেয়ে রাখতে শরী’য়াতে বাধা নেই। তবে শর্ত হচ্ছে বালেগা হ’লে বাড়ীর পুরুষ সদস্যদের তার সামনে পূর্ণরূপে পর্দা করতে হবে এবং মনিবের সাথে তার স্ত্রী কিংবা মা-বোন কাউকে থাকতে হবে। কারণ পর-পুরুষের সাথে গায়েরা মাহরাম নারীর একাকী হওয়া নিষিদ্ধ’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৫১৩; তিরমিযী হা/২১৬৫) ।
১৬ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে