মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ১১:২৭:৪০

অমুসলিমের ধোয়া কাপড় পরা যাবে কি না, যা বলছে ইসলাম

অমুসলিমের ধোয়া কাপড় পরা যাবে কি না, যা বলছে ইসলাম

ইসলাম ডেস্ক: কাপড়ে দাগ কিংবা কাপড় ময়লা হলে আমরা আমাদের কাপড় লন্ড্রিতে ধুতে দেই। আর লন্ড্রির লোকেরা সেই কাপড় বিভিন্ন সময় বিভিন্নজনকে দিয়ে থাকে। এমনকি অনেক সময় তার হিন্দুদের মাধ্যমেও কাপড় ধোয়ার কাজ করিয়ে থাকেন। তো হিন্দুদের ধোয়া কাপড় মুসলিমের জন্য পরার হুকুম কি?

ধোপা হিন্দু হোক বা মুসলিম উভয়ের ধোয়া কাপড়ই পাক এতে কোন প্রকার অসুবিধা নেই। কারণ কাপড় পাক হওয়ার জন্য নাপাক দূর হওয়া শর্ত। ধৌতকারী মুসলিম হওয়া শর্ত না। [আযীযুল ফাতাওয়া ৭৬৬]

ধোপা হিন্দু হোক বা মুসলিম উভয়ের ধোয়া কাপড়ই পাক এতে কোন প্রকার অসুবিধা নেই। কারণ কাপড় পাক হওয়ার জন্য নাপাক দূর হওয়া শর্ত।  ধৌতকারী মুসলিম হওয়া শর্ত না। [আযীযুল ফাতাওয়া ৭৬৬]
১৮ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে